ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

জমি অধিগ্রহণে চিঠি, ন্যায্য দাম  নিয়ে শঙ্কায় মালিকরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৩, আগস্ট ৬, ২০২৩
জমি অধিগ্রহণে  চিঠি, ন্যায্য দাম  নিয়ে শঙ্কায় মালিকরা

নীলফামারী : রেলওয়ের কাজের জন্য জমি অধিগ্রহণের চিঠি দিয়েছে জেলা প্রশাসক। কিন্তু চিঠি পাওয়ার পর জমির উপযুক্ত দাম পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছেন জমির মালিকরা, কারণ জমির বর্তমান বাজার মূল্যের চেয়ে সংশ্লিষ্ট মৌজার মূল্য অনেক কম।

চিলাহাটি আধুনিক রেলওয়ে স্টেশন নির্মাণ এর পাশাপাশি রেল স্টেশন এর আশেপাশে চলছে বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ। ৩টি নতুন লুপ লাইন স্থাপন, ওয়াসফিট স্থাপনের কাজের জন্য রেলওয়ে কর্তৃপক্ষ আনুমানিক ২.৮৪ একর জমি অধিগ্রহণ করা হবে। যা অধিকরণের বাজার মূল্য  প্রতি শতক ডাঙ্গা জমির মূল্য ধরা হয়েছে ২৩ হাজার ৮ শত ৮২ টাকা, ভিটা জমির মূল্য ধরা হয়েছে ৭৬ হাজার ৮ শত ৭৫ টাকা, ডোবার মূল্য ধরা হয়েছে ৪ হাজার ৩ শত ৭৮ টাকা। যা সরকারি রেট অনুযায়ী ৩ গুণ নির্ধারণ করা হয়েছে।

এলাকার জমির মালিকরা জানান, এই মূল্য বাজার মূল্যের চেয়ে অনেক কম। বর্তমান বাজারমূল্যে  জমির মূল্য নির্ধারণ করে জমি মালিকদের টাকা প্রদানের দাবি জানান তাঁরা।  


বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৩ 


এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।