ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

জাতীয়

মাইক্রোবাসের চাকা ফেটে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ, নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৬, আগস্ট ৪, ২০২৩
মাইক্রোবাসের চাকা ফেটে কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ, নিহত ২

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে আটজন।

শুক্রবার (৪ আগস্ট) সকাল ৭টার দিকে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, সকালে কাশিমপুর এলাকা থেকে মাইক্রোবাসে করে ১০ জন কিশোরগঞ্জের নিকলীতে বেড়াতে যাওয়ার উদ্দেশে বের হন। পথে বাইমাইল এলাকায় এলে চলন্ত মাইক্রোবাসের চাকা ফেটে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসটি সামনে ও পাশে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় কমপক্ষে আটজন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৩
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।