ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফুলগাজীতে লরির পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
ফুলগাজীতে লরির পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ২

ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলায় বিকল লরির পেছনে ধাক্কা দিয়ে সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।  

রোববার (২৩ জুলাই) দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুন্সির হাট বাজার এলাকার কুতুবপুরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি বিকল লরিতে ফেনী থেকে পরশুরামগামী একটি সিএনজিচালিত অটোরিকশা দ্রুত গতিতে এসে ধাক্কা দেয়। এতে সিএনজিচালকসহ তিন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়। নিহত দুজন হলেন, ফুলগাজীর পূর্ব ঘনিয়া মুড়া এলাকার বাদশা মিয়ার ছেলে এয়ার আহমদ (৭০) ও পরশুরামের শালধর বাজার এলাকার আবদুল গোফরানের ছেলে আব্দুর রহিম (৪৩)।

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ রফিক বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত দুজনের মরদেহ ফেনী হাসপাতালের মর্গে রয়েছে।

ফেনী জেনারেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ জসিম উদ্দিন জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা হবে।
 
বাংলাদেশ সময়: ০৮৩৮ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এসএইচডি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।