ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বপন হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত রাজু রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০

ঢাকা: রাজধানীর তুরাগ থানাধীন পাকুরিয়া মহল্লায় স্বপন হত্যার ঘটনায় আটক রাজুকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই হত্যার রহস্য জানা যাবে।



বৃহস্পতিবার সন্ধ্যায় স্বপনকে কারা মজসিদের মাঠে জবাই করে হত্যা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরিসহ রাজু নামে এক যুবককে ধরে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনতা।

এই ঘটনায় নিহতের স্ত্রী নুর নাহার বাদী হয়ে তুরাগ থানায় রাজু এবং ইয়াসিনসহ আরও ২/৩জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।    

মামলার তদন্তকারী কর্মকর্তা তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদ সোহরাওয়ার্দী বাংলানিউজকে জানান, প্রেমঘটিত ব্যাপারে নাকি অন্য কোনো কারণে এই হত্যা করা হয়েছে সে বিষয়টা পুলিশ তদন্ত করে দেখছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাজু বলেছেন সে নয় বরং ইয়াসিনই স্বপনকে হত্যা করেছে।

এদিকে, নিহতের লাশ ময়না তদন্ত শেষে গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের ডাঙ্গিয়ার পাড়ায় তার স্বজনরা নিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।