ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডিজিটাল বাংলাদেশ গড়তে শিশুরাও ভূমিকা রাখতে পারে: এনামুল হক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০

ঢাকা: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ এনামুল হক এমপি বলেছেন, ডিজিটাল বাংলাদেশ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিশুরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ’

শুক্রবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৪৩তম জন্মবার্ষিকী উপলে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।



ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ এ প্রতিযোগিতা আয়োজন করে।

শেখ রাসেল জন্মবার্ষিকী উদযাপন পরিষদ চেয়ারম্যান মাহমুদ-উস-সামাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শিশুদের পুর্নাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলার আহবান জানান প্রতিমন্ত্রী।

এর আগে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী চিত্রাংকন প্রতিযোগিতা উদ্বোধন করেন।

এছাড়া অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমসহ পরিষদ নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad