ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত, আহত ১৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০

গাজীপুর: টঙ্গী-কালীগঞ্জ সড়কের শিমুলিয়া এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ১জন নিহত এবং অটোরিক্সা চালকসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি রাস্তার পাশে নেমে পড়ে।



কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই)তারিকুজ্জামান বাংলানিউজকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে জয়দেবপুর বাজারের কাপড় ব্যবসায়ী রাজু( ৩০)  নরসিংদী যাচ্ছিলেন। তাকে বহনকারী অটোরিক্সাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিপিএল সার্ভিসের একটি যাত্রীবাহী বাসের ( সিলেট- জ- ১১-৫৮৩) মুখোমুখি সংঘর্ষ। এতে ঘটনাস্থলেই রাজু নিহত হন।

নিহত রাজু গাজীপুর সদরের বিলাসপুর গ্রামের আব্দুর রবের ছেলে।

দুর্ঘটনায় গুরুতর আহত অটোরিক্সা চালক একই এলাকার আবেদ আলীর ছেলে লাল মিয়াকে (৩২)  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, আহত অন্যরা ছিলেন বাসের যাত্রী। তারা স্থানীয় কিনিক ও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।