ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গা সীমান্ত থেকে কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৩ ঘণ্টা, জুন ২৮, ২০১০

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা সীমান্ত থেকে মঙ্গলবার সন্ধ্যায় কোটি টাকা মূল্যের সাপের বিষসহ মনসুর (৫৫) ও নুরুল আলম (৪৩) নামের দু’ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

দামুড়হুদার সীমান্ত এলাকার আরামডাঙ্গা গ্রাম থেকে তাদের আটক করা হয় জানিয়ে চুয়াডাঙ্গা র‌্যাব জানায়, মূল্যবান ওই বিষ ভারতে পাচারের জন্য সীমান্ত এলাকায় রাখা হয়েছিল।



চুয়াডাঙ্গা থেকে বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডি প্রতিনিধি জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় র‌্যাব ক্যাম্পের সদস্যরা ক্রেতা সেজে দামুড়হুদার আরামডাঙ্গা গ্রামের গনি মিয়ার বাড়ি যায়। পরে ওই বাড়ি থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ৭ বোতল সাপের বিষ উদ্ধার করা হয় ।

এ সময় পাবনা জেলার নাগদাপাড়া গ্রামের গুলজার আলীর ছেলে মনসুর (৫৫) ও দামুড়হুদার ঠাকুরপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে নুরুল আলমকে (৪৩) আটক করা হয়।

বাংলাদেশ সময় : ০২৩০ ঘণ্টা, জুন ২৯, ২০১০
প্রতিনিধি/এজে/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।