ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জামালপুরে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে যমুনার পানি 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
জামালপুরে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে যমুনার পানি 

জামালপুর: গত ২৪ ঘণ্টায় জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৩৪ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা নদীর পানি। এতে কয়েকটি উপজেলা শহরের চারপাশের অঞ্চল দিয়ে পানি প্রবেশ করে স্থির অবস্থায় রয়েছে।

 

রোববার (১৬ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আবদুল মান্নান।  

জানা গেছে, অব্যাহতভাবে পানি বাড়ার ফলে গত দুই দিনে জেলার ইসলামপুর উপজেলার নদীর তীরবর্তী চিনাডুলী ইউনিয়নের হারগিলা, পার্থশী, বড় দেলির পাড়, বানিয়াবাড়ি, ডেপরাইপ্যাঁচ, বেলগাছা ইউনিয়নের ঘোনাপাড়া, কুলকান্দি ও হরিণধরা এলাকায় পানি প্রবেশ করেছে।  

ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাংলানিউজকে বলেন, গত কয়দিনে নদীর পানি হু হু করে বেড়েছে। আমরা নদীপাড়ের মানুষ, এখানে নদীর পানি বাড়লে আমাদের মনে আতঙ্ক ঢুকে যায়। ইতোমধ্যে নদীর পাশের এলাকাসহ চর এলাকায় পানি প্রবেশ করতে শুরু করেছে। আর অল্প পানি বাড়লেই এই এলাকায় বন্যা কবলিত হয়ে যাবে।  

উপজেলার পার্থশী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য হাসান হাবিবুল্লাহ খান সোহেল বাংলানিউজকে বলেন, বন্যার পানি ইতোমধ্যে আমাদের এলাকাসহ চারপাশে ঢুকে পড়েছে। ফসলি জমি পানির নিচে রয়েছে। স্থানীয় শাখা সড়কগুলো প্রায় ডুবে যাওয়ার অবস্থা হয়েছিল। আজ কিছুটা পানি কমেছে।  

জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক (গেজ রিডার) আবদুল মান্নান বাংলানিউজকে বলেন, গত দুই দিন পানি বেড়ে গতকাল বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজ তা বেড়ে ৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামীতে পানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ইতোমধ্যে উপজেলা শহর ছাড়া তার চারপাশের ফসলি ও নিচু জমিতে পানি প্রবেশ করেছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এসএফ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।