ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে জনসংহতি সমিতির নেতা অভিলাষ চাকমা নিহত

দিশারী চাকমা, রাঙামাটি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০

রাঙামাটি: শুক্রবার ভোরে রাঙামাটি শহরের সন্ত্রাসীদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা অভিলাষ চাকমা (৩৭) নিহত হয়েছেন।

জানা গেছে, শুক্রবার ভোর ৪টার দিকে ২ থেকে ৩ জনের একটি সন্ত্রাসী দল শহরের কল্যাণপুর এলাকায় অভিলাষ চাকমার বাড়ির দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে পরপর দুই রাউন্ড গুলি করে।

এতে ঘটনাস্থলেই অভিলাষ চাকমা নিহত হন।

ঘটনার পর সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগ করে।

নিহত অভিলাষ চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নানিয়ারচর উপজেলা শাখার সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলেন।  

রাঙামাটি কতোয়ালী থানার এএসআই জয়নাল ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে জানান, লাশ রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠনো  হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।