ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভারতীয় পুলিশের গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর

আব্দুর রফিক মজিদ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১০

শেরপুর: ভারতীয় পুলিশের গুলিতে নিহত বাংলাদেশির লাশ বৃহস্পতিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ির নাকুগাঁও সীমান্তে বিডিআর’র কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

নিহত বাংলাদেশির নাম সাধন কোচ (২৬)।

তিনি ভারত সংলগ্ন খলচন্দা গ্রামের বিডিআর সদস্য মৃত গবেন কোচের ছেলে।

সাধন গত রোববার ভারতের ছৈপানি এলাকায় অবৈধভাবে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। সোমবার দিবাগত রাতে ফেরার পথে ভারতীয় অধিবাসীরা তাকে চোর সন্দেহে ধাওয়া করেন। এ সময় ভারতীয় পুলিশ সাধনকে ল করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

লাশ হস্তান্তরের সময় ভারতের ৩৫ ব্যাটেলিয়ান বিএসএফ’র ইন্সপেক্টর অমিত কুমার ও ভারতের বারাঙ্গা থানার ওসি আরকে সাংমা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে লাশ গ্রহণ করেন ৪৫ রাইফেলস্ ব্যাটেলিয়ানের বারোমারি বিডিআর ক্যাম্পের সুবেদার আনোয়ার পাশা ও নালিতাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলু।

পরে সাধনের লাশ তার ভাই বাঁধন কোচকে বুঝিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩৪৭ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।