ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন

ভোলা: ভোলার দুর্গম উপজেলা মনপুরায় ওজোপাডিকো’র (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবুশন কোম্পানি) বরাদ্দকৃত ৮ ঘণ্টা বিদ্যুৎ নিরবচ্ছিন্ন পরিবেশনের দাবিতে মানববন্ধন করেছে হাজীর হাট বাজারের ব্যবসায়ীরা।

সোমবার (১০ জুলাই) বেলা ১১টায় উপজেলা সদর হাজীর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ব্যবসায়ীরা জাতীয় গ্রিডের বিদ্যুৎ চালু করে মনপুরাকে ২৪ ঘণ্টা বিদ্যুতের আওতায় আনার দাবি জানান।

এ সময় উপজেলার সবচেয়ে বড় বাজার হাজীর হাট বাজারের শত শত ব্যবসায়ী সকল দোকানপাট বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এছাড়াও উপজেলার হাজীর হাট ইউনিয়নের ফকির হাট বাজারেও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে ব্যবসায়ীরা বলেন, ভোলা জেলার দুর্গম উপজেলা মনপুরায় দেড় লাখ মানুষের বসবাস। এখানে এখন পর্যন্ত জাতীয় গ্রিডের বিদ্যুৎ চালু হয় নাই। অথচ ভোলা জেলার ছোট ছোট বিচ্ছিন্ন চরাঞ্চলগুলো জাতীয় গ্রিডের বিদ্যুৎ চালু হয়েছে। বিদ্যুতের অভাবে আমরা ব্যবসাবাণিজ্য ঠিকমতো করতে পারছি না। ওজোপাডিকো’র অধীনে পাওয়ার স্টেশনের মাধ্যমে আট ঘণ্টা বিদ্যুৎ দেওয়ার কথা থাকলেও আমরা ৫ ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছি। এই ৫ ঘণ্টার মধ্যেও লোডশেডিংয়ের অত্যাচারে আমরা ব্যবসা করতে পারছি না।

এছাড়াও সোলার বিদ্যুতের মাধ্যমে কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হলেও ইউনিট ৩০ টাকার বেশি হওয়ায় সাধারণ মানুষ তা ব্যবহার করতে পারছে না। তাই অনতিবিলম্বে জাতীয় গ্রিডের বিদ্যুৎ চালু ও ওজোপাডিকো’র বরাদ্দ আট ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানান এলাকাবাসী।

মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্মতা ঘোষণা করেন- হাজীর হাট ইউনিয়ন চেয়ারম্যান ও হাজীর হাট বাজার কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক আবুয়াল হোসেন আবু মেম্বার, মনপুরা প্রেসক্লাব সভাপতি মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. অহিদুর রহমান, হাজীর হাট বাজারের সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মিয়া, সহ সভাপতি বাজার ব্যবসায়ী নিজাম উদ্দিন মিয়া ও বেলায়েত মিয়া।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।