ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিডিআর আদালত: ইউনিফর্ম পরতে না দেওয়ার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

ঢাকা: বিডিআর বিদ্রোহের বিচার চলাকালে ইউনিফর্ম পরে আদালতে আসতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন অভিযুক্তদের কয়েকজন।

বৃহস্পতিবার বিশেষ আদালতের কার্যক্রম শুরুর আগে তারা এ অভিযোগ করেন।



অন্যতম আসামি আব্দুল বাসেদ আদালতকে বলেন, ‘আদালতে আসার আগে তিনি ইউনিফর্ম পরতে গেলে কারাগারে কর্তব্যরত কর্মকর্তারা তাকে বাধা দেন। ’

তিনি আদালতের কাছে এর কারণ জানতে চান।

এ সময় ইউনিফর্ম ছাড়া আসা আরও ৫/৭ জন তাকে সমর্থন দেন।

এ প্রসঙ্গে আদালত ওই আসামিকে বলেন, ‘সিআইডি’র মামলায় অভিযুক্ত আসামিদের ক্ষেত্রে আদালতের কিছু বলার নেই। এটি কারা-কর্তৃপক্ষের এখতিয়ার।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ০৭ অক্টোবর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।