ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ 

লক্ষ্মীপুর: সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে মহাগ্রন্থ আল-কোরআন পোড়ানোর প্রতিবাদে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লীরা।  

শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজ শেষে শহরের দক্ষিণ তেমুহনী এলাকা থেকে মিছিলটি বের করা হয়।

এতে হাজার হাজার মুসল্লির ঢল নামে।

লক্ষ্মীপুর ওলামা মাশায়েখ পরিষদ ব্যানারে আয়োজিত মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী বঙ্গবন্ধু চত্বরে সমাবেশে মিলিত হয়।  

সম্মেলনে বক্তারা বলেন, মহাগ্রন্থ আল-কোরআন সমগ্র মানব জাতির জীবন ব্যবস্থার দিক নির্দেশক। সুইডেনের তুর্কি দূতাবাসের সামনে মুসলমানদের এ ধর্মীয় গ্রন্থ আল-কোরআন পোড়ানোর ঘটনার সমগ্র মুসলিম জাতি আজ জেগে উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সুইডেন সরকারকে অনতিবিলম্বে এ কোরআন পোড়ানোর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া দাবি জানাচ্ছি। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বিক্ষোভকারীরা।  

প্রসঙ্গত, সুইডেন আদালতের অনুমতির পর ঈদুল আজহার দিনে বুধবার (২৮ জুন) রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে পবিত্র কোরআন শরিফে আগুন দিয়ে পোড়ান ইরাক থেকে আসা সলমন মোমিকা নামে এক অভিবাসী। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাশে দাঁড়িয়ে ছিলেন। তবে এ ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশের নেতারা নিন্দা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।