ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যাত্রাবাড়ীতে কারখানায় আগুনের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে বুধবার রাতে লিলি কেমিকেল কারখানায় আগুনে নয় জনের প্রাণহানির ঘটনায় মামলা হয়েছে।

সুরুজ মিয়া নামে এক ব্যক্তি যাত্রাবাড়ী থানায় মামলাটি করেন।



যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক মো. মাজহার বাংলানিউজকে বলেন, ‘সুরুজ মিয়া বাদী হয়ে বুধবার রাত সাড়ে ১১টার দিকে ওই কারখানার মালিক একে এম সেলিমকে আসামি করে মামলা (মামলা নং-২৬) দায়ের করেন। ’

মামলায় বাদী দাবি করেন কারখানা মালিকের অবহেলা, অসাবধানতা ও প্রধান দরজা বন্ধ করে রাখার কারণে এ হতাহতের ঘটনা ঘটেছে।

বাদীর স্ত্রী শাহিনুর (২৫) অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন। অবশ্য শাহিনুরের লাশ এখনও তিনি শনাক্ত করতে পারেননি।

তারা রাজধানীর ধোলাইরপাড়ের ডিপটিগলিতে থাকতেন। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের দুধকোলায়।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।