ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মুদ্রাপাচার মামলায় রিমান্ড শেষে কারাগারে বিমানবালার স্বামী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

ঢাকা: মুদ্রা পাচারের মামলায় বিমানবালা সালমা রহমান জুয়েলের স্বামী শফিকুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

তিনদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হয়।



কিন্তু তার পক্ষে কোন জামিনের আবেদন না থাকায় ঢাকার মহানগর হাকিম কামরুন্নাহার রুমী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এজাহার থেকে জানা যায়, গত ৩০ নভেম্বর ভোর ৬টায় বিমানবন্দরের গোয়েন্দা শুল্ক কর্মকর্তাদের সন্দেহ হলে তারা বিমানবালা কামরুন্নাহার তুতুলের ভারী লাগেজ স্ক্যানিং করেন। লাগেজের ভিতর থেকে বিভিন্ন দেশের প্রায় আড়াই কোটি টাকা মূলের বৈদেশিক মুদ্রা উদ্ধার করেন তারা।

এ ঘটনায় মুদ্রা পাচারের অভিযোগে কামরুন্নাহার তুতুলকে গ্রেপ্তার  করে পুলিশ। পরে তাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে তার স্বীকারোক্তি অনুযায়ী গত ২ অক্টোবর অপর বিমানবালা সালমা রহমান জুয়েলের স্বামী শফিককে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।