ঢাকা, বৃহস্পতিবার, ৩১ চৈত্র ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে বিশ্ব প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৪, জুলাই ৩, ২০২৩
শ্যামনগরে বিশ্ব প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস পালিত

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে পালিত হয়েছে বিশ্ব প্লাস্টিক ব্যাগ বর্জন দিবস।

এ উপলক্ষে ‘প্লাস্টিক বর্জন করি, পৃথিবীকে সুস্থ রাখি’ এই স্লোগানকে সামনে রেখে সোমবার (৩ জুলাই) শ্যামনগর উপজেলার কাশিমাড়ী বাজারে বেসরকারি সংস্থা বারসিকের সহযোগিতায় প্লাস্টিক ব্যাগ ধর্মঘট কর্মসূচি পালন করেছে কোস্টাল ইয়ূথ নেটওয়ার্ক।



ধর্মঘট থেকে প্লাস্টিক ব্যাগ বর্জনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, এই মুহূর্তে পৃথিবীর দূষণের অন্যতম কারণ প্লাস্টিকের বহুল ব্যবহার।
প্লাস্টিক বর্জ্য মাটি, জলাশয়, নদী ও সমুদ্রকে দূষিত করছে। যা মানব স্বাস্থ্য ও প্রাণ-প্রকৃতির জন্য হুমকি স্বরূপ। তাই প্লাস্টিক ব্যগ বা প্লাস্টিকের ব্যবহার কমানোর বিকল্প নেই।

প্রসঙ্গত, প্লাস্টিক দূষণের ভয়াবহতা কমাতে জাতিসংঘ ২০৩০ সাল পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়ে সদস্য দেশগুলোকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।