ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

নাখালপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৩, জুলাই ৩, ২০২৩
নাখালপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর নাখালপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাইজু (৩৫) নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (৩ জুলাই) দুপুর ১টার দিকে পূর্ব নাখালপাড়া রেলগেট সংলগ্ন একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে মানিক নামে এক ব্যক্তি জানান, নাখালপাড়ার ওই বাসায় সেনেটারি মিস্ত্রিরা কাজ করছিল। ফাইজু ওই বাসার নিরাপত্তাকর্মী। সকালে তিনতলা বাসার নিচতলায় মোটরের লাইন ঠিক করে চুলা ঠিক করতে যান তিনি। নিচতলায় হাঁটু পরিমাণ বৃষ্টির পানি জমে ছিল। পানির মধ্যে মোটরের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ফাইজু। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। মৃত নিরাপত্তাকর্মীর বাবার নাম ছমির উদ্দিন। এছাড়া তার বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।