ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাওরানবাজারের ট্রিপল মার্ডার মামলার প্রতিবেদন দাখিলের নির্দেশ

মবিনুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

ঢাকা: রাজধানীর কাওরান বাজারে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন আগামী ৯ নভেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

ঢাকার মহানগর হাকিম ইসমাইল হোসেন এ আদেশ দেন।

বৃহস্পতিবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।  

গত ৩১ আগস্ট মামলার বাদী মোবারক হোসেন অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দরখাস্ত দাখিল করলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক কামরুন্নাহার রুমি শুনানি শেষে মামলাটি তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য সিআইডিকে নির্দেশ দেন।

এজাহার হতে জানা যায়, ২০০৯ সালের ২৬ জুন সন্ত্রাসী সোহেলের নেতৃত্বে একটি কিলার গ্রুপ কাওরান বাজার ১ নম্বর ডিআইটি মার্কেট সমিতির অফিসে বসা ফারুক মোল্লাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায়। এই ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ফারুক মোল্লা, তার বডিগার্ড জুয়েল ও আশরাফ হোসেন। গুলিবিদ্ধ হন ডা. আবদুর রহিম নামের এক ব্যক্তি।

বাংলাদেশ সময়: ১৮৪০ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।