ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মিরপুরে ‘ধাক্কা পার্টির’ ৪ সদস্য গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৬, জুলাই ২, ২০২৩
মিরপুরে ‘ধাক্কা পার্টির’ ৪ সদস্য গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মিরপুরে ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা নারীদের ধাক্কা দিয়ে বিশেষ কায়দায় ছিনতাই করে।

এজন্য তারা ধাক্কা পার্টি নামেই পরিচিত।

রোববার (২ জুলাই) মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- রাসেল (২২), আমান (২৪), উজ্জল (২৩) ও রনি (১৯)। তারা রাজধানীর চিহ্নিত ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

নারীরা এই চক্রের মূল টার্গেট। তারা বিভিন্ন জনবহুল স্থানে অবস্থান করেন, বিশেষ করে মার্কেট ও শপিং মলে। এরপর কোনো নারী দেখলেই গ্রুপের দুইজন গিয়ে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন।

এরপর ওই নারীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রুপের বাকিরা ব্যাগ, মোবাইল নিয়ে পালিয়ে যান।

মোহাম্মদ মহসীন বলেন, আজও একই কায়দায় ধাক্কা দিয়ে ছিনতাই করার সময় ঘটনাস্থল থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে। ছিনতাই করা মোবাইল উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এজেডএস/এমএচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।