ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কনের বয়স ১৮ নিশ্চিত হয়েই বিয়ে পড়াতে হবে: হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০
কনের বয়স ১৮ নিশ্চিত হয়েই বিয়ে পড়াতে হবে: হাইকোর্ট

ঢাকা: কনে প্রাপ্ত বয়স্ক কী-না তা নিশ্চিত হয়ে বিয়ে পড়ানোর জন্য কাজীদের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

 কনের বয়স সর্বনিম্ন ১৮ হয়েছে নিশ্চিত হতে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দেখার নির্দেশনা দিয়েছেন আদালত।



বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গৌবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

এ সময় হাইকোর্ট একজন কাজীর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আইন মন্ত্রণালয়ের প্রতি জারি করা রুলও খারিজ করে দেন।

কুমিল্লার কাজী মো. আবুল হোসেনের বিরুদ্ধে অপ্রাপ্ত বয়স্ক বালিকার বিয়ে পড়ানোর অভিযোগ তুলে স্থানীয়রা। এ নিয়ে আইন মন্ত্রণালয়ের এক তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে গত ১৮ মে তার রেজিস্ট্রেশন বাতিল ঘোষণা করা হয়।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে কাজী মো. আবুল হোসেন হাইকোর্টে একটি রিট আবেদন দায়ের করেন। গত ৭ জুন হাইকোর্ট আইন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করে।

বৃহস্পতিবার সেই রুলই খারিজ করে দেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকরাম হোসেন চৌধুরী শুনানিতে অংশ নেন।

বাংলাদেশ সময় ১৭৫০ ঘণ্টা, ৭ অক্টোবর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।