ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাস্তায় নামছে গাড়ি, চালাচ্ছে কারা!

রহমান মাসুদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০
রাস্তায় নামছে গাড়ি, চালাচ্ছে কারা!

ঢাকা: প্রতিদিন পাল্লা দিয়ে রাস্তায় নামছে নতুন নতুন মডেলের শতাধিক গাড়ি। তবে সে তুলনায় তৈরি হচ্ছে না চালক।

ফলে অদক্ষ ও ভুয়া লাইসেন্সধারী চালকের শরণাপন্নই হতে হচ্ছে এসব গাড়ির মালিককে।

খোদ পুলিশ বলছে, প্রতি ছয় জন চালকের মধ্যে পাঁচ জনই ভুয়া লাইসেন্স নিয়ে গাড়ি চালাচ্ছেন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষও বলছে একই কথা। এতে করে বেড়েই চলেছে দুর্ঘটনা।  

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান আয়ুবুর রহমান বাংলানিউজকে বলেন, ‘মাসের ২২ কর্মদিবসে দেশের রাস্তায় কমপক্ষে ২২ শ’ গাড়ি (প্রাইভেটকার, মাইক্রোবাস, পিক-আপ) নিবন্ধন নিয়ে রাস্তায় নামছে। তবে এই সংখ্যক গাড়ির জন্য দেশে প্রতিমাসে সমসংখ্যক দক্ষ চালক তৈরি হচ্ছে না। ফলে গাড়ি চলছে স্বজনদের কাছে প্রশিক্ষণ নেওয়া অদক্ষ চালকের মাধ্যমে। ’

এ ধরনের চালকরা সাধারণত বিআরটিএর লাইসেন্সের জন্য আবেদন করে পরীক্ষায় উত্তীর্ণ হয় না বলেও জানান তিনি।

বিআরটিএর চেয়ারম্যান আরও বলেন, ‘এই অদক্ষ চালকরা বৈধ পথে ব্যর্থ হয়ে অবৈধভাবে জালিয়াতি চক্রের শরণাপন্ন হয়ে ভুয়া লাইসেন্স গ্রহণ করে। তাদের কারণেই দিনে দিনে সড়ক দুর্ঘটনা বাড়ছে। ’

বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, প্রতি বছর কেবল সড়ক দুর্ঘটনায় মারা যায় সাত হাজার মানুষ। আহত ও পঙ্গু হয় প্রায় দেড় লাখ।

আয়ুবুর রহমান বলেন, ‘বিআরটিএ অনুমোদিত দেশের ২৭টি ড্রাইভিং স্কুল থেকে প্রতি মাসে চালক তৈরি হয় সর্বোচ্চ এক হাজার জন। এর বাইরে অনুমোদনহীন অসংখ্য ড্রাইভিং স্কুলও রয়েছে, যেগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে প্রতিদিনই চালক বের হচ্ছে। এরাই এসব সড়ক দুর্ঘটনার বড় কারণ। ’

এ ধরনের কথিত ড্রাইভিং স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিআরটিএ এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে অনুরোধ করেছে বলেও জানান তিনি।

এসব ব্যাপারে ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক বাংলানিউজকে বলেন, ‘লাখ লাখ গাড়ি আইন ভাঙছে। আইন ভাঙ্গার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে না পারলে এর সমাধান হবে না। ’

তিনি বলেন, ‘৮০ ভাগ সড়ক দুর্ঘটনার জন্য চালক দায়ী। ঢাকায় গাড়ির বৈধ লাইসেন্সধারী আছে ৮০ হাজার, আর অবৈধ লাইসেন্সধারী আছে কমপক্ষে ৫ লাখ। ’

সে হিসেবে ঢাকার প্রতি ছয় জন গাড়ি চালকের মধ্যে পাঁচ জনই গাড়ি চালাচ্ছেন ভূয়া লাইসেন্স নিয়ে।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।