ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নারায়ণগঞ্জে ১৬০০ কারাবন্দির ঈদ উদযাপন, ঈদের নামাজ আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, জুন ২৯, ২০২৩
নারায়ণগঞ্জে ১৬০০ কারাবন্দির ঈদ উদযাপন, ঈদের নামাজ আদায়

নারায়ণগঞ্জ: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জ কারাগারে কারাবন্দিরা ঈদের নামাজ আদায় করেছেন। এছাড়া তাদের দেওয়া হয়েছে বিশেষ খাবার।

থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও।

বাংলানিউজকে জেলা কারাগারের জেল সুপার মোকাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।  

করোনা মহামারির পর এবারই প্রথম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে কারা কর্তৃপক্ষ।

তিনি জানান, এবার জেলা কারাগারে বন্দি রয়েছেন ১৬০০ জন। বন্দিদের জন্য ঈদের দিন সকালে ঈদের জামাতের ব্যবস্থা করা হয়েছিল। এছাড়া তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা আছে। খাবারের মধ্যে রয়েছে সকালে পায়েস মুড়ি, দুপুরে গরুর মাংস পোলাও মিষ্টি কোমল পানীয় পান সুপারি, রাতে মাছ আলুর দম ভাত। এবার ঈদুল আজহাতে কারাবন্দিদের স্বজনদের রান্না করা খাবার দেওয়া হয়। করতে দেওয়া হয় স্বজনদের সঙ্গে বন্দি সাক্ষাৎও।

তিনি আরো জানান, এবার করোনার পর আবার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ঈদের পরদিন কারা অভ্যন্তরে এ আয়োজন করা হবে। সবমিলিয়ে আমরা ঈদের আনন্দ থেকে যেন কারাবন্দিরা বাদ না যায় সেজন্য বিভিন্ন আয়োজন করছি।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জুন ২৯, ২০২৩
এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।