ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাবির ডিন নির্বাচন ১১ অক্টোবর

মেহেদি তানিন, ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অ্যাকাডেমিক পদ ডিন নির্বাচন আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১০টি অনুষদে নির্বাচনে আওয়ামী-বাম সমর্থিত নীল দল এবং বিএনপি-জামাত সমর্থিত সাদা দলের শিক্ষকরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।



আইন অনুষদ বাদে বাকি ৯টি অনুষদের নির্বাচনে অংশ নিচ্ছে নীল দল। অন্যদিকে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. সদরূল আমিন বাংলানিউজকে জানান, সাদা দল সব কটি অনুষদেই প্রতিদ্বন্দ্বিতা করবে।

নির্বাচনে নীল দলের প্রার্থীরা হলেন-  কলা অনুষদে অধ্যাপক আখতারুজ্জামান (ইসলামের ইতিহাস), সামাজিক বিজ্ঞানে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ (অর্থনীতি), ব্যবসায় প্রশাসনে মমতাজ উদ্দীন আহমেদ (অ্যাকাউন্টিং), বিজ্ঞানে ইফসুফ আলী মোল্লা (রসায়ন), জীববিজ্ঞানে অধ্যাপক সহিদা আকতার হোসেন (মৃত্তিকা, পানি ও পরিবেশ), আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সে নাসরিন আহমেদ (ভূগোল ও পরিবেশ), ইঞ্জিনিয়ারিংয়ে আহমেদ ইসমাইল মোস্তফা (ফলিত রসায়ন), ফার্মেসীতে সীতেশ চন্দ্র (ওষুধ প্রযুক্তি) এবং চারুকলায় ইমদাদুল হক মতলুব আলী (অংকন ও চিত্রায়ন)।

সাদা দলের প্রার্থীরা হলেন- কলা অনুষদে অধ্যাপক সদরুল আমিন (ইংরেজী), সামাজিক বিজ্ঞানে মোবাশ্বের মোনায়েম (লোকপ্রশাসন), ব্যবসায় প্রশাসনে জামাল উদ্দীন আহমেদ (ফিন্যান্স), বিজ্ঞানে তাজমেরী এসএ ইসলাম (রসায়ন), জীব বিজ্ঞানে আব্দুল আজিজ (উদ্ভিদ বিজ্ঞান), আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট সায়েন্সে শাহনাজ হক হোসেন (ভূগোল ও পরিবেশ), ইঞ্জিনিয়ারিংয়ে শাহিদা রফিক (ফলিত পদার্থ বিজ্ঞান), ফার্মেসীতে হাবিবুর রহমান (ওষুধ প্রযুক্তি), চারুকলায় আব্দুস সাত্তার (প্রাচ্য কলা) এবং আইন অনুষদে অধ্যাপক তাসলিমা মনসুর।

১১ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময় : ১৬১৬, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।