ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

হাইকোর্টের ৫টি বেঞ্চ পুনর্গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

ঢাকা: প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বৃহষ্পতিবার হাইকোর্টের কয়েকটি বেঞ্চ পুর্র্নগঠন করেছেন।

বিচারপতি খন্দকার মুসা খালেদ ও বিচারপতি আজিজুল হকের বেঞ্চকে ফৌজদারি মোশন শুনানি, বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো নুরুজ্জামানের বেঞ্চকে ফৌজদারি জেল আপিল এবং ফৌজদারি আপিল মঞ্জুরি, বিচারপতি ফজলুর রহমান এবং বিচারপতি আব্দুর রবের বেঞ্চকে ৪৯৮ ধারার মোকদ্দমা সমুহ শুনানি, বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম এবং বিচারপতি মো. আব্দুস সামাদের বেঞ্চকে ফৌজদারি মোশনের এখতিয়ার দেওয়া হয়েছে।



অপরদিকে বিচারপতি মিজানুর রহমান ভুঁইয়াকে দেওয়া হয়েছে দেওয়ানি রিভিশন শুনানির একক বেঞ্চ।

প্রধান বিচারপতি দায়িত্বগ্রহণের পর দ্বিতীয় দফা বেঞ্চ পুনর্গঠন করলেন। এর আগে ১ অক্টোবর (শুক্রবার) নয়টি বেঞ্চ পুনর্গঠন করেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ৭ অক্টোবর, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।