ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মবিনসহ ৭ জন রিমান্ডে

আদালত প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জুন ২৮, ২০১০

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরীসহ ৭ জনকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তবে আসামিদের সতর্কতার সঙ্গে জিজ্ঞাসাবাদ করতে পুলিশকে বলা হয়েছে।

রিমান্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন বাবুল, ইয়াহিয়া, মোস্তফা আহমেদ, ডা. সুলতান মাহমুদ, মতিউর রহমান ও মুসা কলিমূল্লাহ। আজ সোমবার বিকেলে ৪টা ৪০ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম রোকসানা বেগম হ্যাপী এ রিমান্ড আদেশ দেন।

অপরদিকে হরতালে গাড়ি ভাংচুর মামলায় মীর্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ।


গতকাল রোববার প্রধান বিরোধীদল বিএনপির হরতাল চলাকালে রাজধানীর মহাখালীর ওয়ারলেস গেট এলাকা থেকে বেলা সোয়া ১২টার দিকে শমসের মবিন চৌধুরীকে গ্রেফতার করা হয়। শমসের মবিন চৌধুরীসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হরতালের পিকেটিং করার সময় গাড়ি ভাংচুর, পুলিশের কর্তব্য কাজে ও গাড়ি চলাচলে বাধাদান এবং পুলিশকে গলা টিপে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই কেএম ফিরোজ শমসের মবিন চৌধুরীসহ ৭ আসামির প্রত্যেকের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন।

অন্যদিকে, মহিলা কমিশনার পেয়ারা মোস্তফাসহ ৫ আসামির জামিন মঞ্জুর এবং অপর ৬ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিএমএম আদালতের বিচারক রোকসানা বেগম হ্যাপী।

তবে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত আলী সপুর জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক এসকে তোফায়েল হাসান।

রাষ্ট্রপে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কামরুল হাসান খান আসলাম, মাহফুজুর রহমান লিখন, আজাদ রহমান, হাফিজুর রহমান তোতা প্রমুখ আইনজীবী।
আসামিপে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ব্যারিস্টার জিয়াউর রহমান, ব্যারিস্টার আমিনুল হক, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার , খোরশেদ আলম, শামিমা আকতার শাম্মীসহ প্রায় অর্ধশতাধিক আইনজীবী।


বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুন ২৮, ২০১০
এমআই/কেএল//এটিএস/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ