ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বীরগঞ্জে স্কুলছাত্র অপহরণ: ১০ লাখ টাকা দাবি

সানি সরকার, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে বুধবার বিকেলে সন্ত্রাসীরা পিয়াস চন্দ্র রায় (১১) নামে ৫ম শ্রেণীর এক স্কুলছাত্রকে অপহরণ করেছে।

তারা পিয়াসের মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করেছে।



এ ঘটনায় ছাত্রটির বাবা িিতশ চন্দ্র রায় থানায় একটি মামলা দায়ের করেছেন।

অপহরণ বিষয়ে জানতে চাইলে বীরগঞ্জ থানার উপ-পরিদর্শক সুকুমার চন্দ্র রায় বাংলানিউজকে জানান, পিয়াস বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী গ্রামের িিতশ চন্দ্র রায়ের ছেলে। রোজকার মতো সে বুধবার বিকেলে ডাবরা জিনেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইভেট পড়তে যায়।

এ সময় সন্ত্রাসীরা নারীকণ্ঠে মোবাইল ফোনে শিককে জানায় “আমি পিয়াসের মা, আমি খুবই অসুস্থ। পিয়াসের মামাকে মোটরসাইকেল দিয়ে পাঠালাম। এখনি তাকে ছুটি দেবেন। ”

এর কিছুণের মধ্যেই একটি  মোটরসাইকেলে অজ্ঞাত পরিচয় ৩ যুুবক এসে পিয়াসকে তুলে নিয়ে যায়। পিয়াসকে তুলে নিয়ে যাওয়ার পর থেকেই তারা মোবাইল ফোনে (০১৮২৫৬৪৬৭৯১) ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে আসছে।

এ ঘটনায় পিয়াসের বাবা দিশেহারা হয়ে মরিচা ইউপি চেয়ারম্যান দেবেশ চন্দ্র রায়কে জানালে তিনি উপজেলা চেয়ারম্যানের কাছে পাঠান। উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম চৌধুরী বাবুল থানায় মামলা দায়ের করার পরামর্শ দেন। এরপর পিয়াসের বাবা বৃহস্পতিবার বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

পুলিশ এ ব্যাপারে তৎপরতা শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।