ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার ৯ কাউন্সিলরের পদত্যাগ

সুলতানা ইয়াসমিন মিলি, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌরমেয়র হালিমুল হক মিরুর দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে পৌরসভার ৯ কাউন্সিলর একযোগে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তারা অফিস পদত্যাগ পত্র জমা দেন।

পৌর মেয়র অফিসিয়্যাল কাজে ঢাকায় থাকায় কোনরুপ সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে পৌরসভা সুত্রে জানা গেছে।

পদত্যাগকারী কাউন্সিলররা হলেন- রবিন আকন্দ, সন্ধা রানী সরকার মোঃ সোহরাব হোসেন, লিয়াকত হোসেন, নুরল ইসলাম, রওশন আলী সরদার, আবুল হোসেন, আব্দুর রহিম ও সাবিনা ইয়াসমিন।

কাউন্সিলর রবিন আকন্দ বাংলানিউজকে জানান, গত সাড়ে ৬ বছর ধরে পৌর মেয়রের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ জেলা ও উপজেলা প্রশাসনে অভিযোগ দেওয়া হলেও কোনো পদপে নেওয়া হয়নি। তাই এ সিদ্ধান্ত।

অপরদিকে পৌর মেয়র মোবাইল ফোনে বাংলানিউজকে জানান, শাহজাদপুর পৌরসভার উন্নয়ন ব্যাহত করতে একটি চক্র প্রথম থেকেই নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করে আসছে। এরইমধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের তদন্ত দল কোনো দুর্নীতি খুঁজে পাননি।

বাংলাদেশ সময়:১৭২৫ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০          


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad