ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিদ্যুৎ খাতের উন্নয়নে গণমাধ্যমের ভূমিকাই বেশি : তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

ঢাকা : বিদ্যুৎ খাতের উন্নয়নে সাংবাদিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।

বিদ্যুৎ একটি গুরুত্বপূর্ণ খাত উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘এ খাতকে আরও গতিশীল করতে হলে গণমাধ্যমের ভূমিকা অনেক বেশি।

এ খাতের উন্নয়নে প্রকৃত সমস্যা চিহ্নিত করে সমাধানের সম্ভাব্য পথ দেখাতে হবে সাংবাদিকদেরই। ’

বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) উদ্যোগে ‘বিদ্যুৎ খাতের উন্নয়ন ও গণমাধ্যম’ শীর্ষক সাংবাদিক কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বিদ্যুৎ খাত উন্নয়নে সরকার এরই মধ্যে মহাপরিকল্পনা নিয়েছে। এখন এটি বাস্তবায়নের জন্য সব ধরণের উদ্যোগ সরকার অব্যাহত রেখেছে। সরকার চায়, ভালো কাজগুলো আপনারা তুলে ধরবেন। ’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানী খাতকে সামনে নেওয়ার জন্য সম্প্রতি একটি আইন করা হয়েছে। এই খাতের উদ্যোগ বাধামুক্ত করতেই এই আইন করা হয়েছে। ’

এই আইনের মাধ্যমে সব প্রক্রিয়া স্বচ্ছ হবে এমন নিশ্চয়তা দিয়ে উপদেষ্টা বলেন, ‘বিদ্যুৎ ও জ্বালানী খাতের উন্নয়নের জন্য যে আইন করা হয়েছে তা কোনো অবস্থাতেই অস্বচ্ছ কাছে ব্যবহৃত হবে না। ’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এনামুল হক। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা বিদ্যুৎ পরিস্থিতি উন্নয়নে  মহাপরিকল্পনা অনুসারে কাজ করে যাচ্ছি। এই ক্ষেত্রে কোনো ভুল-ভ্রান্ত্রি হলে আপনারা ধরিয়ে দেবেন। তবে এমন কোনো তথ্য দেবেন না যাতে জনগণ বিভ্রান্ত হয়। ’

অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তথ্য উপস্থাপন করেন পিডিবির পরিচালক (প্ল্যানিং ও সিস্টেমস) মিজানুর রহমান।

দ্বিতীয় অধিবেশনে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের ৫টি গ্রুপে ভাগ করে বিদ্যুৎ খাতের বিভিন্ন বিষয়ে পরামর্শ নেওয়া হয়।

অনুষ্ঠানে পিডিবির চেয়ারম্যান এএসএম আলমগীর কবির ছাড়াও বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় : ১৬৫৪, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad