ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যশোরে ২ হাজার বোতল ফেনসিডিলসহ কার্গো আটক

তৌহিদ জামান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

যশোর: যশোরের বেনাপোল থেকে দুই হাজার বোতল ফেনসিডিলসহ একটি কার্গো আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাব। বৃহস্পতিবার সকালে  ফেনসিডিলসহ কার্গো আটক করা হয়।



র‌্যাব-৬ যশোর ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের কাগজপুকুর গ্রামের একটি তেল পাম্পের সামনে বৃহস্পতিবার ভোরে ওৎপেতে ছিল র‌্যাবের একটি বিশেষ দল। সকাল ৭টার দিকে তারা বেনাপোল থেকে ছেড়ে আসা স্পিডস্টার ট্রান্সপোর্ট কর্পোরেশনের একটি কার্গোতে তল্লাশি চালায়। পরে কার্গো থেকে উদ্ধার হয় দুই হাজার বোতল ফেনসিডিল।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কার্গো চালক আগেই গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৬১০ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।