ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরগুনায় অস্ত্রসহ ডাকাত সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
বরগুনায় অস্ত্রসহ ডাকাত সদস্য আটক

বরগুনা: বরগুনার বেতাগীতে বিষখালী নদী থেকে ডাকাত সদস্য মো. ফারুককে (৪০) আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২জুন) রাত ১১টার দিকে বিষখালী নদী বেতাগী উপজেলা ছাত্রলীগ নেতা সিফাত সিকদারের নেতৃত্বে ট্রলার দিয়ে ধাওয়া করে তাদের আটক করেন। পরবর্তীতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ছাত্রলীগ নেতা সিফাত সিকদার বলেন, মাঝনদীতে জেলেরা মাছ ধরছিলেন হঠাৎ নদী থেকে একটি ট্রলার প্রচণ্ড গতিতে যাচ্ছিল। জেলেদের সন্দেহ হলে তারা আমাদের খবর দেয় পরবর্তীতে পাড় থেকে আমরা খবর পেয়ে একটি ট্রলার নিয়ে তাদের ধাওয়া করি অনেক দূর ধাওয়া করার পর তারা ট্রলার থামিয়ে ৪-৫ জন ডাকাত সদস্য পালিয়ে যায়, আমরা একজনকে ধরতে সক্ষম হই।  

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারা হোসেন বলেন, পুলিশ ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় অস্ত্রসহ একজনকে আটক করেছি। ট্রলারে থাকা বাকিরা পালিয়ে যায়। তবে তাদের গ্রেপ্তার করার জন্য আমাদের কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। তারা আসলেই ডাকাত দলের সদস্য কিনা সেটা তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জুন ২৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।