ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

অনলাইন সমস্যার সমাধান হয়েছে- ঢাবি উপাচার্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দীক বলেছেন, ‘২০১০-১১ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু আবেদনকারীদের অনলাইন সমস্যার সমাধান করা হয়েছে। ’

ঢাবিতে অনলাইন আবেদনে শিক্ষার্থীদের উদ্ভূত সমস্যা সমাধানে বৃহস্পতিবার বেলা ১১টায় পুরনো সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য সাংবাদিকদের এ কথা বলেন।



উপাচার্য বলেন, ‘গত ২৭ সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ১৫ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী আবেদন করেছে। ’

এ সময় তিনি বলেন, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শিক্ষার্থীদের নাম, বাবার নাম ও মাতার নামের ভুল সংক্রান্ত অনেক আবেদন জমা পড়েছে। এর মধ্যে ই-মেইলের মাধ্যমে ২০০ শিক্ষার্থী অভিযোগ করেছে। এদের  মধ্যে ১০০ শিক্ষার্থীর সমস্যার সমাধান দেওয়া হয়েছে। ’

তিনি আরো বলেন, ‘সরাসরি আবেদন করতে শিক্ষার্থী ও অভিভাবকরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২০৭ নম্বর কক্ষে যোগাযোগ করতে পারবে। এখন পর্যন্ত ৭০০ শিক্ষার্থী লিখিত আবেদন করেছে। তার মধ্যে ৫০১ জন শিক্ষার্থীর সমস্যার সমাধান করা হয়েছে। ’

আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই শিক্ষার্থীরা জিপিএ সমস্যার সমস্যার সম্মুখীন হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘অনলাইনে আবেদন প্রক্রিয়া স্বচ্ছ করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিটি শিক্ষাবোর্ডের কাছে এসএসসি ও এইসএসসি সমমান পরীক্ষার ফলাফলের সফটওয়্যার চেয়েছে। ’

তিনি বলেন, ‘শিক্ষা বোর্ড থেকে সরবরাহকৃত রেজাল্টের সফটওয়্যারে সমস্যা থাকার কারণে এমন সমস্যা হয়েছে। ’

তিনি বলেন, ‘বিশেষ করে মাদ্রাসা বোর্ড থেকে সরবরাহকৃত সফটওয়্যারে ৪র্থ বিষয়ের কোড নম্বর সঠিকভাবে না দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ফলাফলে সমস্যা দেখা দেয়। মাদ্রাসা বোর্ডের সাথে যোগাযোগ করে এ সমস্যার সমাধান দেওয়া হয়েছে। ’

উপাচার্য আরেফিন সিদ্দীক বলেন, ‘প্রথমবারের মতো অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ায় কিছুটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যা সমাধানে ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটি নিরলস কাজ করে যাচ্ছে। তাই, পরীক্ষায় অংশগ্রহণের ব্যাপারে শিক্ষার্থী ও অভিভাবকদের কোনো উদ্বেগ-উৎকণ্ঠার কারণ নেই। ’

অনলাইন ভর্তি টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রশিদ বলেন, ‘অনলাইনে আবেদন করতে গিয়ে কোচিং সেন্টারগুলো শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। ’ এ ব্যপারে তিনি ভর্তিচ্ছুদের সচেতন থাকারও আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষার্থীরা আবেদন করার পরে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে যে কোনো মোবাইল ফোন থেকে পিন নম্বর অথবা উট লিখে ১৬৩২১ নম্বরে পাঠাতে পারবে।

উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে গত ২৭ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। কিন্তু, এ প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে শুরু করে।

বাংলাদেশ সময়: ১৫৪০, অক্টোবরম ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।