ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মালিকরা সব সময় খাই খাই, নাই নাই করেন: শ্রমমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০
মালিকরা সব সময় খাই খাই, নাই নাই করেন: শ্রমমন্ত্রী

ঢাকা: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন বলেছেন, মালিকদের সব সময় খাই খাই, নাই নাই অবস্থা থাকে। তারা সব সময় এ রকমই বুঝিয়ে থাকেন।



বৃহস্পতিবার বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সংস্থা (বিজিএমইএ) সম্মেলন কেন্দ্রে টেস্টিং ল্যাব উদ্বোধন ও পোশাক শিল্পে মৃত্যুবরণকারী শ্রমিক পরিবারের হাতে গ্রুপ বীমার চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি  শ্রমিকদের মেধাবী সন্তানদের মধ্যেও চেক হস্তান্তর করেন।

বিজিএমইএ ও ইউনিটেকের পক্ষ থেকে শ্রমিক পরিবারকে সহযোগিতার এ উদ্যোগ নেওয়া হয়।

মন্ত্রী বলেন, কোরবানির ঈদের সময় শ্রমিকদের সব পাওনা বুঝিয়ে না দিলে সরকার কঠোর অবস্থানে যাবে।

কিছু কিছু পোশাক কারখানার অবস্থা হয়তো আসলেই খারাপ উল্লেখ করে তিনি বলেন, ‘যাদের সামর্থ্য আছে তাদের অবশ্যই কোরবানির ঈদের সময় শ্রমিকদের পাওনা মিটিয়ে দিতে হবে। ’

কারণ ঈদ মালিকদের জন্য যেমন আসে তেমনি আসে শ্রমিকদের জন্যও।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।