ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টাঙ্গাইল সা’দত বিশ্ববিদ্যালয় কলেজে শিবিরের কে ছাত্রলীগের হামলা

তপু আহম্মেদ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

টাঙ্গাইল: টাঙ্গাইল করটিয়া সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের ওয়াজেদ আলী খান পন্নী হলের শিবিরের কক্ষে বুধবার রাতে ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়েছে।

এ সময় শিবির কর্মীর ৩টি কক্ষ ভাঙচুর করা হয়।

বুধবার রাত সাড়ে ১১ টায় একদল ছাত্রলীগ কর্মী এ হামলা ও ভাঙচুর করে বলে জানা গেছে।

দুই সংগঠনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে কলেজ শিক্ষার্থীরা জানিয়েছে।

ছাত্রলীগ এ হামলার কথা অস্বীকার করলেও জামায়াত-শিবিরের প থেকে  হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করা হয়েছে।

এবিষয়ে ছাত্র শিবির টাঙ্গাইল শহর শাখার সভাপতি খন্দকার রুহুল আমিন বাংলানিউজকে জানান, ‘ঘটনার রাতে ছাত্রলীগের কিছু নেতাকর্মী ওয়াজেদ আলী খান পন্নী হলের ২০৩ নম্বর কে প্রথম হামলা চালায়। এ সময় ছাত্র শিবিরের নেতাকর্মীরা পরিস্থিতি অস্বাভাবিক মনে করে দ্রুত হল ত্যাগ করে। ’

তিনি বলেন, ‘পরে ছাত্রলীগের কর্মীরা ২০৪ ও ২০৫ নম্বর কওে ব্যাপক ভাঙচুর করে তাণ্ডব চালায়। ’

এদিকে, ছাত্র শিবিরের অভিযোগ অস্বীকার করে কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বাংলানিউজকে বলেন, ‘এটি ওই হলের ছাত্রদের ব্যক্তিগত বিষয় নিয়ে ঘটেছে। এখানে ছাত্রলীগ বা শিবিরের কোনো বিষয় টেনে আনা ঠিক নয়। আর এটা রাজনৈতিক কোনো আক্রোশও নয়। ’

ঘামলা বিষয়ে জানতে চাইলে ওয়াজেদ আলী খান পন্নী হলের হল সুপার খান মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কগুলো ভাঙচুর ও লণ্ডভণ্ড অবস্থায় পেয়েছি। কর্তৃপকে বিষয়টি জানানো হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, এটা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। ’

তবে এটা ব্যক্তিগত আক্রোশ বা রেষারেষি থেকেও হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ‘হলগুলোতে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে থাকে। ’

এ ঘটনায় ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।