ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাবিতে ২৩০ কোটি টাকার বাজেট প্রস্তাব

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৪ ঘণ্টা, জুন ২৮, ২০১০

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ অর্থ বছরের জন্য ২৩০ কোটি ৯ লাখ টাকার বাজেট প্রস্তাব দেওয়া হয়েছে। বার্ষিক সিনেট অধিবেশনে আজ সোমবার বাজেট প্রস্তাব পেশ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মিজানুর রহমান।



গত ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট এই বাজেট প্রস্তাব অনুমোদন করে।

প্রস্তাবে অধ্যাপক মিজানুর রহমান জানান, বাজেট বরাদ্দের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ২০৩ কোটি ৭৯ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ২৬ কোটি ৩০ কোটি টাকা পাওয়া যাবে।

প্রস্তাবিত অর্থ পাওয়া গেলে আগামী অর্থবছরে কোনো অর্থ ঘাটতি থাকবে না বলেও জানান তিনি।

এবারের বাজেটে বেতন-ভাতা ও পেনশন খাতে ১৮৩ কোটি ৭৪ লাখ টাকা, সাধারণ আনুষঙ্গিক খাতে ২১ কোটি এবং শিক্ষা সহায়ক আনুষঙ্গিক খাতে ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

অধিবেশনের প্রথমেই বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেট চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরো বেগবান ও আধুনিক করতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

সিনেট অধিবেশনের দ্বিতীয় দিনে কাল মঙ্গলবার এ বাাজেট  প্রস্তাব অনুমোদন করা হতে পারে।

বাংলাদেশ সময় ১৯০৭ ঘণ্টা, জুন ২৮, ২০১০
এএডি/এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।