ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস উল্টে আহত ১০

বিপুল আশরাফ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার শহরতলিতে বৃহস্পতিবার সকালে এক যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গেলে ১০ যাত্রী গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়ামারা ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।



আহতদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যদর্শী সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস (চুয়াডাঙ্গা-জ-১১-০০৩) চুয়াডাঙ্গা আসছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বাসটি ঘোড়ামারা ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসকে সাইড দিতে যায়।   এ সময় বাসটি উল্টে খাদে পড়ে যায়। এতে ১০ জন বাসযাত্রী গুরুতর আহত হয়।

আহত যাত্রী মিলন, সাদিয়া, মিজান, আবুল হোসেন, লাখী, খোকন, আমেনা ও জাহাঙ্গীরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad