ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় চরমপন্থী নেতা গ্রেপ্তার

শাহীন রহমান, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

পাবনা: পাবনার আতাইকুলা থানা পুলিশ বৃহস্পতিবার ভোর রাতে অভিযান চালিয়ে উজ্জল হোসেন (৩০) নামের এক চরমপন্থী নেতাকে গ্রেপ্তার করেছে।  

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে উজ্জ্বলকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।


 
ওসি সিরাজুল জানান, সাঁথিয়া উপজেলার মামুদপুর গ্রামের আব্দুর রকমানের ছেলে উজ্জ্বল নিষিদ্ধ চরমপন্থী দল লাল পতাকার (এমএল) আঞ্চলিক নেতা।

তার বিরুদ্ধে আতাইকুলা ও সাঁথিয়া থানায় চাঁদাবাজী, ছিনতাই ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে জানিয়ে তিনি বলেন, উজ্জ্বলকে সকাল ১০ টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।