ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অল্পের জন্য বেঁচে গেলেন যাত্রাবাড়ীর মানুষ

মুরসালিন হক জুনায়েদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

ঢাকা: অল্পের জন্য আগুনের ভয়াবহতা থেকে রক্ষা পেয়েছেন দণি যাত্রাবাড়ীর বাসিন্দারা। বুধবার বয়লার বিষ্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডের কয়েক ফুট দুরেই ছিল কেমিকেলসহ দাহ্য পদার্থের বিশাল স্তুপ।



আশপাশের বাসিন্দা ও ফায়ার সার্ভিসের তড়িৎ পদক্ষেপের কারণে আগুনের লেলিহান শিখা সেসব কেমিকেল ড্রাম পর্যন্ত পৌঁছাতে পারেনি।

দমকলকর্মীরা বলেছেন, এসব ড্রাম আগুনের স্পর্শে এলেই নিমতলীর চেয়ে ভয়াবহ ট্রাজেডি ঘটতে পারত।

বুধবার রাতে বিষ্ফোরক অধিদপ্তরের একটি পরিদর্শন দল ঘটনাস্থলে গিয়ে অর্ধশতাধি ৫০ ড্রাম ও শতাধিক টিনের জারে ভর্তি পেট্রোল, পুড়া মবিল ও অন্যান্য দাহ্য জাতীয় কেমিকেল দেখে বিস্মিত হন।

তাদের পরামর্শে  যাত্রাবাড়ি থানা পুলিশ কেমিকেলগুলো নিজেদের হেফাজতে নিয়েছে। বৃহস্পতিবার এসব কেমিকেল পরীক্ষা করার কথা রয়েছে।

যাত্রাবাড়ি থানার ওসি মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, পরিদর্শক দলের প্রতিবেদনের ভিত্তিতে কারখানা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।