ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বৈরী আবহাওয়া: পটুয়াখালীতে লঞ্চ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১০

পটুয়াখালী: বৈরী আবহাওয়ার কারণে বুধবার রাতে পটুয়াখালীর সব রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে পাঁচ ফুট বৃদ্ধি পাওয়ায় ফেরির গ‌‌্যাঁঙওয়ে তলিয়ে গেছে।

একারণে সারা দেশের সঙ্গে কুয়াকাটার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এছাড়া পটুয়াখালী জেলা শহরসহ বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

মহিপুর মৎস্যজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নিমাই দাস বাংলানিউজকে জানান, জোয়ারের কারণে মহিপুর বন্দরের অনেক দোকানে পানি উঠে গেছে। পানি অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় আতঙ্কিত এলাকার মানুষ।

এদিকে চর মোন্তাজ থেকে সাথী মিয়া বাংলানিউজকে জানান, ৫৫/২ পোল্ডারের বেরিবাঁধ ভেঙ্গে যাওয়ায় বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। এতে তিগ্রস্থ হয়েছে বেশ কয়েকটি চিংড়ি ঘের।

বাংলাদেশ সময়: ০১৫৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad