ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোলায় ঘূর্ণিঝড়, ৩টি ট্রলারডুবি

ছোটন সাহা, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

ভোলা: ঘুর্ণিঝড়ে বঙ্গোপসাগর ও মেঘনা নদীতে পৃথক ঘটনায় বুধবার রাতে তিনটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় দু’জেলে নিখোঁজ রয়েছেন।



মনপুরা থানার ওসি হারুন অর রশিদ প্রত্যদর্শী জেলেদের বরাত দিয়ে বাংলানিউজকে জানান, বুধবার রাত সাড়ে নয়টার দিকে মনপুরা ও হাতিয়ার মধ্যবর্তী মেঘনার ভাসানচর সীমানায় মোতাহার মাঝির মাছ ধরার ট্রলার ঘুর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ১২ জেলে উদ্ধার হলেও জসিম (২৯) নামের অপর এক জেলে নিখোঁজ রয়েছে।

অপরদিকে বঙ্গোপসাগরের ঢালচর সংলগ্ন এলাকায় কাসেম ও তছির মাঝির দুটি মাছ ধরার ডুবে যায়। এ ঘটনায় তছির মাছির ট্রলারের এক জেলে নিখোঁজ রয়েছে। তাবে তার নাম জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।