ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ছয় লাখ টাকার হেরোইনসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৭, জুন ১৪, ২০২৩
মানিকগঞ্জে ছয় লাখ টাকার হেরোইনসহ আটক ২

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে ছয় লাখ টাকার হেরোইনসহ দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।  

বুধবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

 

আটকরা হলেন- শিবালয় উপজেলার কলাগাড়িয়া গ্রামের মো. শিমুল আহমেদ ও দক্ষিণ তেওতা গ্রামের গনি কাজী।

মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে ৬২ গ্রাম হেরোইনসহ দুই জনকে আটক করা হয়। জব্দ করা মাদকের বর্তমান বাজার মূল্য প্রায় ছয় লাখ ২০ হাজার টাকা। আটকৃতদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে এবং নতুন করে শিবালয় থানায় আরো দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।