ঢাকা, বুধবার, ৩ আশ্বিন ১৪৩১, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জামালপুরে জেএমবি সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুন ৭, ২০২৩
জামালপুরে জেএমবি সদস্য গ্রেপ্তার প্রতীকী ছবি

জামালপুর: জামালপুরের মাদারগঞ্জে ওয়ারেন্টভুক্ত পালাতক এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) রাত বারোটার দিকে তাকে ঢাকার কাপাসিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে মাদারগঞ্জ থানায় আনা হয়।

গ্রেপ্তার জেএমবি সদস্যের নাম হাজি সোলায়মান (৬৫)। তিনি চরপাকেরদহ ইউনিয়নের গুদা শিমুলিয়া এলাকার মৃত শরিফ উদ্দিন ব্যাপারীর ছেলে।

পুলিশ জানায়, সোলায়মান একটি বিস্ফোরক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১১ সালে ময়মনসিংহের আদালতে তাকে আসামি করে একটি বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৭ জুন) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে জামালপুর কোর্টে হাজির করা হয় এবং কোর্ট তাকে জেল হাজতে পাঠান।

জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ০৭, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।