ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

তিন জেলায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

ন্যাশনাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, জুন ২৮, ২০১০

ঢাকা : চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরায় ও নওগাঁয় আজ সোমাবার বজ্রপাতে ছয় জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন  শিশু ও একজন মহিলা ।

আমাদের চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ও নওগাঁ জেলা প্রতিনিধিদের পাঠানো খবর :

চাঁপাইনবাবগঞ্জ: ভোলাহাট  উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও গোলাম আজম জানান, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বজ্রপাতে উপজেলার জামবাড়িয়া গ্রামের কার্তিক রায়ের ছেলে আশিস রায়ের ৯ মৃত্যু হয়।

অপরদিকে নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জানান, সোমবার প্রায় একই সময়ে বজ্রপাতে মারা যায় নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের জোড়গাছী গ্রামের আব্দুর রহিমের ছেলে শামীম হোসেন ৩। বজ্রপাতের সময় শামীম ঘরে ঘুমিয়ে ছিল।

সাতীরা: আজ সোমাবার বজ্রপাতে সাতীরায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। সোমবার সকালে সদর উপজেলার পার মাছখোলা ও শহরের বাঁকাল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন পার মাছখোলা গ্রামের রিয়াজ উদ্দীন সরদারের ছেলে মোজাম্মেল হোসেন মোজাম (২৮) ও শহরের ইটাগাছা এলাকার সাদেক মুন্সির ছেলে শফিকুল ইসলাম (৪০)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে তারা মাঠে চাষ কাজ করছিলেন। বেলা সাড়ে ১০ টার সময় বজ্রপাতে মোজাম্মেল হোসেন ঘটনাস্থলে মারা যান। এসময় তার ছোট ভাই আব্দুল আলিম মারাত্মক আহত হন। তাদের চাষকাজে ব্যবহৃত দুটি গরুও বজ্রপাতে মারা যায়।

অপরদিকে একই সময় শহরের বাঁকাল মাঠে ঘাস কাটার সময় বজ্রপাতে কৃষক শফিকুল ইসলাম মারা যান।

নওগাঁ: জেলার মান্দায় আজ সোমবার সকালে পৃথক বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এরা হচ্ছেন মল্লিকা (৩০) ও কামরুজ্জামান (২৮)।

সকাল সোয়া ৮ টার দিকে উপজেলার চকবাবন গ্রামের নাসের আলীর স্ত্রী মল্লিকা গোয়াল ঘর থেকে গরু বের করার সময় আঙ্গিনায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান।

প্রায় একই সময় উপজেলার উত্তর কালিকাপুর গ্রামের ইমান আলীর পুত্র কামরুজ্জামান জমি চাষ করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান।


বাংলাদেশ স্থানীয় সময় ১৭১৫ ঘণ্টা, জুন ২৮, ২০১০
প্রতিনিধি/বিকে/এমএমকে/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।