ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

সিলেটে ছাত্রলীগকর্মীর ছুরিকাঘাতে ছাত্রদলকর্মী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

সিলেট: সিলেট সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার দুপুরে এক ছাত্রদলকর্মীকে ছুরিকাঘাত করে মারাত্মক জখম করেছেন ছাত্রলীগকর্মীরা।

আহত ছাত্রদলকর্মী ফাহাদ হোসেনকে (১৭)  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।



সে সিলেট সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিহতের সহপাঠী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাস শেষে ফাহাদসহ কয়েকজন মিলে ক্যাম্পাসে আড্ডা দিচ্ছিল। এ সময় রায়হান, সায়েম, নূর, পাপ্পু ও লিটনের নেতৃত্বে ৮/১০ জন ছাত্রলীগ কর্মী তাদের কলেজ থেকে বের হয়ে যেতে বলে। কিন্তু ফাহাদ কলেজ থেকে বের হয়ে যেতে অস্বীকৃতি জানালে তারা তাকে কিল-ঘুষি মারতে শুরু করেন। একপর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে সাধারণ শিক্ষার্থীরা গুরুতর আহত অবস্থায় ফাহাদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

চিকিৎসক জানান, ফাহাদের পিঠের ডান পাশের ছুরির আঘাতটি মারাত্মক। তার অপারেশন চলছে।

এ ব্যাপারে সিলেট কোতোয়ালী থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান সিলেট সরকারি কলেজের ছাত্রদল নেতারা।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।