ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্যক্তি পর্যায়ে নতুন আইনের কারণে বাড়তি সময়চেয়ে রিটার্ন আবেদন বাড়ছে

মসিউর আহমেদ মাসুম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

ঢাকা: ব্যক্তি পর্যায়ে আয়কর সংক্রান্ত নতুন আইনের কারণে এবার নির্ধারিত সময়ের মধ্যে আয়কর রিটার্ন জমার পরিমাণ কিছুটা কম হলেও রিটার্ন জমা দেওয়ার  বাড়তি সময়চেয়ে আবেদনের সংখ্যা আড়াই লাখ ছাড়িয়েছে।

তবে নতুন আইন না হলে নির্ধারিত সময়ের মধ্যেই রিটার্ন জমার পরিমাণ আরও বেশি হতো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



এরপরও এ বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আয়কর রিটার্র্ন জমা পড়েছে গত বছরের তুলনায় দ্বিগুণ। একই সময়ে আয়কর আদায়ও আগের বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে।

রিটার্ন জমা ও আয়কর দেওয়ার ক্ষেত্রে এ ধরনের সাড়াকে সাফল্য হিসাবেই দেখছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।  

এনবিআরের বোর্ড সদস্য (কর প্রশাসন) বশির উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, ‘আগের তুলনায় মানুষের ট্যাক্স অ্যাডুকেশন (কর সম্পর্কিত ধারণা) বেড়েছে। মেলা ও আমাদের বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির কারণে গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি রিটার্ন জমা পড়েছে। ’

তিনি বলেন, ‘৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়ে আবেদন পড়েছে ১ লাখ ৯০ হাজার। আয়কর আদায়ও হয়েছে গত বছরের দিগুণ। একে আমরা সাফল্য হিসেবেই দেখছি। ’

আগামী নভেম্বর থেকে নতুন সচেতনতা কর্মসূচি নিয়ে এনবিআর মাঠে নামছে বলেও তিনি জানান।

একই মত দেন বোর্ড সদস্য জাহান আরা সিদ্দিকী।

তিনি বাংলানিউজকে বলেন, ‘আয়কর নিয়ে মানুষের মধ্যে ভীতি ছিল। এনবিআরের বিভিন্ন কর্মসূচিতে এটা এখন অনেকটাই দূর করা সম্ভব হয়েছে। ’

সূত্র মতে, এবার আয়কর সংক্রান্ত ধারা ৭৫ (৩)’র দ্বিতীয় অনুবিধি বিলোপ করে সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল নির্ধারিত ৩০ সেপ্টেম্বরের পরও যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে আবেদনের সুযোগ রয়েছে।

এর আগে শুধু সাধারণ নির্ধারণী পদ্ধতির ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল।

জানা গেছে, সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিলকারীর সংখ্যা মোট আয়করদাতার ৯০ শতাংশ। এরা আগে এ পদ্ধতিতে ৩০ সেপ্টেম্বরের পর এ আবেদনের সুযোগ ছিল না। এবার যেহেতু এ সুযোগ রয়েছে, তাই এর সুযোগ নিচ্ছে অনেকেই।

এর ফলে আয়কর জমার নির্ধারিত সময় ৭ দিন বাড়ানো হলেও পরে রিটার্ন জমা দেওয়ার আবেদন আড়াই লাখ ছাড়িয়েছে।

এ বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৫ লাখ ৫৯ হাজার ৭ শ’ ৯৬ টি রিটার্ন জমা পড়ে। এর বিপরীতে আয়কর আদায় হয় ৮ শ’ ৯৮ কোটি ৪০ লাখ টাকা।

গত বছর ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছিল ১ লাখ ৩১ হাজার ৫ শ’ ৩২টি। আর আয়কর আদায় হয়েছিল ৪ শ’ ৩৮ কোটি ৯৫ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad