ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মাগুরায় বিশেষ অভিযানে গ্রেফতার ৪৭, অস্ত্র ও গুলি উদ্ধার

রূপক আইচ, জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

মাগুরা: মাগুরায় ৪ উপজেলায় মঙ্গলবার গভীর রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪৭ ব্যক্তিকে আটক করেছে।

এ সময় পুলিশ তাদের কাছ থেকে ১টি এলজি, ১ রাউন্ড বন্দুকের গুলি ও ২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।



বিভিন্ন মামলা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।     

এ ব্যাপারে মাগুরা সদর থানার ওসি আব্দুর রকিব খান বাংলানিউজকে জানান, ‘গ্রেফতারকৃত ৪৭ জনের মধ্যে নিয়মিত ও অনিয়মিত বিভিন্ন মামলার আসামি ছাড়াও মাদক মামলায় আব্দুল কাদের ও চাঁদাবাজি মামলায় রাজু নামে ২ ব্যক্তিকে আটক করা হয়। ’

তিনি বলেন, ‘এ ছাড়া বিশেষ অভিযান চলাকালে বুধবার ভোর রাতে মাগুরা-নড়াইল সড়কে দুই মোটরসাইকেল আরোহীকে ধাওয়া করলে তারা পাজাখোলা এলাকায়  ১টি এলজি ও ১ রাউন্ড বন্দুকের গুলি ফেলে রেখে পালিয়ে যায়। ’

আটককৃতদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০               
                                

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।