ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: বিস্ফোরক মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

ঢাকা: গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পুঁতে রাখা বোমা উদ্ধারের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। বুধবার জাকির হোসেন নামে একজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।



ঢাকার তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক কানিজ আক্তার নাসরিনা খানম বুধবার সাক্ষ্যগ্রহণ শেষে আগামী ১১ অক্টোবর পরবর্তী দিন ধার্য করেছেন।

বিশেষ সরকারি কৌঁসুলি মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, সাক্ষী জাকির গোপালগঞ্জের কোটালীপাড়ার স্থানীয় দোকানদার। আগামী তারিখে বাদীসহ আরও তিনজনকে সাক্ষ্য দিতে আদালতে তলব করা হয়েছে।

এদিন জেল হাজতে আটক থাকা সব আসামিকে আদালতে হাজির করা হয়।

তারা হলেন- মুফতি আব্দুল হান্নান, মুফতি মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান, ওয়াসিম আকতার ওরফে তারেক হোসেন, মেহেদী হাসান ওরফে আব্দুল অদুদ, রাশেদ ড্রাইভার, মাহামুদ আজাহার, আবুল হোসেন, আরিফ হাসান সুমন ও আব্দুর রউফ।

২০০০ সালে দায়ের করার পর থেকে মামলাটি গোপালগঞ্জের এক নম্বর বিশেষ ট্রাইব্যুনালে বিচারাধীন ছিল।

২০০০ সালের ২২ জুলাই কোটালীপাড়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার  জনসভাস্থলের খুব কাছ থেকে শক্তিশালী দূর-নিয়ন্ত্রিত দুটি বোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক নূর হোসেন বাদী হয়ে কোটালীপাড়া থানায় বিস্ফোরক আইনে এ মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।