ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কাঁঠালিয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জুন ৪, ২০২৩
কাঁঠালিয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু প্রতীকী ছবি

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়ায় বাড়ির পাশের ডোবার পানিতে ডুবে মাইশা ও হালিমা নামে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাত বোন।

রোববার (৪ জুন) দুপুরে আমুয়া বন্দরে এ ঘটনা ঘটে। স্বজন ও স্থানীয়রা ডোবা থেকে শিশু দুটিকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আমিরুল ইসলাম ফোরকান সিকদার জানান, আমুয়া জিরো পয়েন্ট সংলগ্ন ভাড়াটিয়া বাসার মো. মাহবুবুর রহমানের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া মেয়ে মাইশা (৮) ও তার ভাই হুমায়ুনের মেয়ে হালিমা আক্তার (৫) দুপুরে বাড়ির পেছনের ডোবায় পড়ে তলিয়ে যায়।  

স্বজনরা তাদের না দেখতে পেয়ে অনেক খোঁজাখুঁজির পরে ডোবার পানির নিচ থেকে শিশু দুটিকে উদ্ধার করে আমুয়া হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জুন ০৪, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।