ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জুন ২, ২০২৩
ঢামেক হাসপাতালে হাজতির মৃত্যু ফাইল ফটো

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুলাল (৫২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুন) রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে কারারক্ষীরা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

কারারক্ষীদের বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, দুলালের বাবার নাম গোলাপ মিস্ত্রি। হাজতি হিসেবে বন্দি ছিলেন তিনি। হাজতি নম্বর ১০০৪২/২৩। তবে তার মামলার বিষয়ে তাৎক্ষণিক জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জুন ০২, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।