ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পুঠিয়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, জুন ২, ২০২৩
পুঠিয়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত ছবি: প্রতীকী

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকচাপায় নাবিব ইসলাম আনন্দ (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।

শুক্রবার (২ জুন) সকালে রাজশাহী-ঢাকা মহাসড়কের বানেশ্বর বাজার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নাবিব পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের রঘুরামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। সে পুঠিয়ার বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজের এইচএসসির প্রথম বর্ষের ছাত্র ছিল।  

রাজশাহীর পবা হাইওয়ে (শিবপুরহাট) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাক্কারুল ইসলাম জানান, সকালে ওই কলেজছাত্র মোটরসাইকেল নিয়ে রাজশাহী শহরের দিকে যাচ্ছিল। পথে বানেশ্বর বাজার ক্লিনিকের সামনের এলে পেছন থেকে একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় সে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মরদেহ এখনও রামেক হাসপাতালে আছে। আইনি প্রক্রিয়া শেষে বিকেলের মধ্যে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কথা রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান পবা হাইওয়ে থানার এ পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুন ০২, ২০২৩
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad