ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দামুড়হুদায় ভারতীয় নাগরিকসহ আটক ২

বিপুল আশরাফ, জেলা প্রতিনিধি, | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদার চাকুলিয়া গ্রাম থেকে সুকুমার হালদার (৪০) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসি সুত্র বাংলানিউজকে জানায়, ‘জালটাকা নিয়ে এক ভারতীয় নাগরিক দামুড়হুদা উপজেলার চাকুলিয়া গ্রামে অবস্থান করছে’ জানতে পেরে মঙ্গলবার সন্ধ্যায় কার্পাসডাঙ্গা ক্যাম্প পুলিশ অভিযান চালায়।

এ সময় ভারতের নদীয়া জেলার চাপড়া থানার হুদাপাড়া গ্রামের রঞ্জিত হালদারের ছেলে সুকুমার হালদারকে অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার করা হয়। পরে ১০টার দিকে চাকুলিয়া গ্রামের এরশাদ আলী অর্থের বিনিমিয়ে সুকুমারকে ছাড়াতে আসলে পুলিশ তাকেও গ্রেপ্তার করে।

তবে কথিত জাল টাকা উদ্ধঅর করা হয়নি।


পুলিশ জানায় , ভারতীয় নাগরিক সুকুমার পেশায় গরু চোরাচালানি। মঙ্গলবার সন্ধায় সে পাওনা টাকা আদায়ের জন্য বিনা পাসপোর্টে অবৈধ পথে সে বাংলাদেশের চাকুলিয়া গ্রামে আসে।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান বলেন, ‘অবৈধভাবে সীমান্ত পারি দেওয়ার অভিযোগে সুকুমারসহ ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আসামিদের আদালতে হাজির করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরনের আদেশ দেন।

বাংলাদশে সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।